কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক ছাড়

কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের চেক ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষকদের জুন মাসের বেতন ভাতা উত্তোলন করা যাবে ১৮ জুলাই তারিখ পর্যন্ত।

এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ভাতার চেক ছাড়

দেশের এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে। ১৪ জুলাই তারিখে বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

১৫ জুলাই তারিখে কারিগরি অধিদপ্তরের ওয়েবসাইটে, জুন মাসের এমপিও’র চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে। এছাড়া জুন মাসের এমপিও শিটের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক (শাখা-১১) মোহাম্মদ সাইফুল হক খান জুন মাসের বেতনের চেক ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কারিগরির জুন মাসের বেতন ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১৮/০৭/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের অনুচ্ছেদে যুক্ত নোটিশে এমপিও স্মারক নাম্বার উল্লেখ করা আছে। প্রয়োজনে লিখে রাখুন।

কারিগরি জুন মাসের এমপিও নোটিশ ২০২৪

Technical Teacher June MPO Sheet 2024

কারিগরি শিক্ষকদের জুন মাসের এমপিও শিটের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া নিচের যুক্ত লিংক থেকে সরাসরি এমপিও কপি ডাউনলোড করা যাবে।

২০২৪ সালের কারিগরির জুন মাসের এমপিও সম্পর্কে আরো জানতে লিখতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

বেসরকারি শিক্ষকদের জুন মাসের বেতন-ভাতার চেক ছাড় ২০২৪

মাদ্রাসার জুন মাসের এমপিও’র বেতনের চেক ছাড় (June MPO 2024)

Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন

মন্তব্য করুন