এইচএসসি ২০২৫ পরীক্ষার তারিখ: পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এপ্রিল মাসে পরীক্ষা গ্রহণ করা হবে। আগামী বছরেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাসে। শিক্ষামন্ত্রী পরীক্ষা অনুষ্ঠানের সম্ভাব্য সময় ও সিলেবাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা: পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

২০২৫ সালের অনুষ্ঠিতব্য এইচএসসি আলিম সমমান পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। এপ্রিল মাসে এইচএসসি সমমান পরীক্ষা শুরু করা হবে। আগামী বছরেও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাটি সংক্ষিপ্ত সিলেবাসে গ্রহণ করা হবে।

৩০ জুন ২০২৪ খ্রি. তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে, এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার, এইচএসসি সমমান পরীক্ষার অনুষ্ঠানের বিষয়ে একই কথা বলেছেন।

এইচএসসি আলিম সমমান পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

শিক্ষাবর্ষের পুরো সময় না পাওয়ার কারণে, আগামী বছরেরও এইচএসসি আলিম সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসে, এই পরীক্ষা গ্রহণের কথা ইতোমধ্যে নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড।

বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের কপি আপলোড করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ও সিলেবাস ডাউনলোড করতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

এইচএসসি পরীক্ষা ২০২৫: সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন

আলিম পরীক্ষার শর্ট সিলেবাস ২০২৫ ( Alim Short Syllabus 2024)

মন্তব্য করুন