February MPO 2022: শিক্ষা প্রতিষ্ঠানের ফেব্রুয়ারির চেক ছাড়

February MPO 2022 (School-College, Madrasha, Technical): এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের চেক ছাড় করা হয়েছে।

February MPO 2022 (School-College, Madrasha, Technical): ফেব্রুয়ারি মাসের চেক ছাড়ের খবর

২০২২ সালের দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে।

স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার চেক ৩ মার্চ অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

সবশেষে ৬ মার্চ কারিগরির বেতনের চেক ছাড় করা হয়েছে বলে অধিদপ্তর থেকে নিশ্চিত খবর পাওয়া গেছে।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চেক ছাড়ের বিজ্ঞপ্তি দেখুন নিচের অনুচ্ছেদে।

আরো জানুন:

শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল কলেজে) সাপ্তাহিক ছুটি ২ দিন

Teacher MPO Update দেখার নিয়ম: www.dshe.gov.bd

স্কুল-কলেজের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

৩ মার্চ ২০২২ খ্রি. তারিখে এমপিও ভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে হস্তান্তর করা হয়।

শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, ফেব্রুয়ারির মাসের বেতনের চেক হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে থেকে উত্তোলন করা যাবে ০৯/০৩/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/১২৯৮/৪, তারিখ: ০৩/০৩/২০২২

স্কুল-কলেজের ফেব্রুয়ারি-২০২২ মাসের চেক ছাড়ের নোটিশ

স্কুল-কলেজের ফেব্রুয়ারি-২০২২ মাসের চেক ছাড়ের নোটিশ

স্কুল-কলেজ ফেব্রুয়ারি এমপিও শিট ২০২২ (School-College February MPO Sheet 2022)

নিচের লিংক থেকে স্কুল-কলেজের ফেব্রুয়ারির এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1x7orVB9A4nQu0ZELWhCw5oFVYjIbt1tt?usp=sharing

মাদ্রাসার ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড়

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য ফেব্রুয়ারি মাসর বেতন-ভাতার চেক হস্তান্তর করেছে।

৩ মার্চ অধিদপ্তরের ওয়েবসাইটে মাদ্রাসার ফেব্রুয়ারি মাসের বেতনের বিজ্ঞপ্তি ও এমপিও শিট প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত বেতনের বিজ্ঞপ্তিতে, ফেব্রুয়ারির চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসার ফেব্রুয়ারির বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংকে থেকে উত্তোলন করা যাবে ০৯/০৩/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে মাদ্রাসার বেতনের স্মারক নং উল্লেখ করা আছে। প্রয়োজনে দেখুন। আর এমপিই শিট সংগ্রহ করা যাবে নিচের অনুচ্ছেদের লিংক থেকে।

মাদ্রাসার ফেব্রুয়ারি-২০২২ মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ দেখুন

মাদ্রাসার ফেব্রুয়ারি-২০২২ মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ

Madrasah February MPO Sheet 2022: মাদ্রাসা ফেব্রুয়ারি এমপিও শিট ২০২২

নিচের লিংক থেকে মাদ্রাসার ফেব্রুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের ফেরুয়ারি মাসের চেক ছাড়

সবশেষে কারিগরি প্রতিষ্ঠানের শাক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে।

৬ মার্চ কারিগরি শিক্ষা অধিদপ্তরে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা উত্তোলন করা যাবে ১০/০৩/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে কারিগরির ফেব্রুয়ারি মাসের বেতনের স্মারক নং দেখুন

কারিগরির ফেব্রুয়ারি-২০২২ মাসের বেতনের নোটিশ

Technical February MPO Sheet: কারিগরি ফেব্রুয়ারি এমপিও শিট ২০২২

নিচের লিংক থেকে কারিগরির ফেব্রুয়ারি মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

এমপিও প্রতিষ্ঠানের ফেব্রুয়ারি মাসের বেতন এর চেক ছাড়ের কোন তথ্য জানার থাকলে, আমাদের লিখে জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষাপঞ্জি

২০২২ সালের কলেজ ছুটির তালিকা (সরকারি-বেসরকারি কলেজ)

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ০৬/০৩/২০২২ খ্রি. তারিখ ১১:২৫ অপরাহ্ন।

“February MPO 2022: শিক্ষা প্রতিষ্ঠানের ফেব্রুয়ারির চেক ছাড়”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন