সেপ্টেম্বর মাসের এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর-২০২১ মাসের এমপিও ও বেতন-ভাতার চেক ছাড়।

বিঃদ্রঃ– এরই মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের অক্টোবর মাসের বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া চলমান আছে। অক্টোবরের এমপিও আপডেট জানতে নিচের লিংকে ক্লিক করুন।

  • October MPO 2021: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি বেতনের আপডেট

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর-২০২১ মাসের এমপিও

শিক্ষা মন্ত্রণালয়ের অধিন অধিদপ্তর সমূহে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও এমপিও প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ২৭ সেপ্টেম্বর তারিখে ছাড় করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের এমপিও ও বেতন ভাতা ৪  অক্টোবর ছাড় করা হয়েছে।

সবশেষে ৬ অক্টোবর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধিন শিক্ষকদের সেপ্টেম্বরের এমপিও প্রকাশ ও বেতনের চেক ছাড় করা হয়েছে।

আরো জানুন:

শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে ১২ সেপ্টেম্বর, শ্রেণি ভিত্তিক ক্লাস রুটিনের নির্দেশনা

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য

শিক্ষা অধিদপ্তরে স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে, সেপ্টেম্বরের স্কুল-কলেজের এমপিও প্রকাশ ও বেতন ভাতা ছাড় করা হয়েছে।

৪ অক্টোবর তারিখে, অধিদপ্তরের উপ-পরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেতন হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতন ভাতা উত্তোলন করা যাবে ৭ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতনের স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৫৩০২/৪ তারিখ: ৪-১০-২০২১

স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের এমপিও প্রকাশের নোটিশ

School-College September MPO Sheet 2021: স্কুল-কলেজের সেপ্টেম্বর এমপিও শিট ২০২১

নিচের লিংক থেকে সেপ্টেম্বরের এমপিও শিটের সফট কপি সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/12fk3zHxIVd7dCWl-aQVSotXqTS85MP5z?usp=sharing

আরো পড়ুন:

নতুন প্রতিষ্ঠানের এমপিও ২০২১: স্কুল-কলেজের এমপিওভুক্তির আবেদন

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ

মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়

মাদ্রাসা অধিদপ্তরের অধিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। একই সাথে সেপ্টেম্বরের এমপিও শিট প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, সেপ্টেম্বরের বেতন-ভাতা ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষকরা সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ০৫ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

বেতন-ভাতার আদেশের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৫০, তারিখ:-২৭-০৯-২০২১

নিচের লিংক থেকে মাদ্রাসার সেপ্টেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করতে পারবেন।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন

Madrasah September MPO Sheet 2021: মাদ্রাসার সেপ্টেম্বর মাসের এমপিও শিট ২০২১

নিচের লিংক থেকে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর-২০২১ মাসের এমপিও শিট সংগ্রহ করুন।

  • Madrasah-Technical New MPO 2021: মাদ্রাসা-কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন

কারিগরির সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়

এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিও আপডেট ও বেতনের চেক হস্তান্তর করা হয়েছে।

৬ অক্টোবর কারিগরি অধিদপ্তরের ওয়েবসাইটে সেপ্টেম্বরের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারিগরির সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১২/১০/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে বেতনের স্মারক নংপাওয়া যাবে। এছাড়া নিচের অনুচ্ছেদে কারিগরির এমপি শিট প্রাপ্তির লিংক দেওয়া হলো।

কারিগরির সেপ্টেম্বর মাসের বেতনের বিজ্ঞপ্তি

কারিগরি এমপিও শিট সংগ্রহ করা যাবে নিচের লিংক থেকে।

উল্লেখ্য, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য প্রতি এক মাস পরপর এমপিওভুক্তি বা এমপিও শিট আপডেট করা করা। তবে কারিগরি শিক্ষক-কর্মচারীদের এমপিও প্রতি মাসের কম-বেশী হতে দেখা গেছে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ২০২১ সালের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়ের আপডেট জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন। বেতনের নতুন কোন তথ্য পেলে আমরা এই প্রতিবেদনে তা তৎক্ষনাৎ প্রকাশ করবো।

আরো দেখুন:

এসএসসি এসাইনমেন্ট নম্বর প্রেরণ (এন্ট্রি) করতে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড

দাখিল এসাইনমেন্ট নম্বর এন্ট্রি করতে মাদ্রাসা বোর্ডের জরুরী নির্দেশনা

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ৩১/১০/২০২১ খ্রি. তারিখ ০৮:৪৫ অপরাহ্ন।

“সেপ্টেম্বর মাসের এমপিও ২০২১: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন