একাদশ ভর্তির রেজাল্ট প্রকাশ, কলেজ নিশ্চায়ন সহ পরবর্তী নির্দেশনা

একাদশ ভর্তির রেজাল্ট প্রকাশ করা হয়েছে। অনলাইন ও মোবাইল মেসেজে একাদশের ১ম ধাপের ভর্তি রেজাল্ট দেখা যাচ্ছে। রেজাল্ট পরবর্তী সময়ে কলেজ নিশ্চায়ন সহ বোর্ডের নির্দেশনা জানতে প্রতিবেদনটি পড়ুন।

একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট প্রকাশ, কলেজ নিশ্চায়ন সহ পরবর্তী নির্দেশনা

২০২৪ সালের একাদশ শ্রেণির ভর্তির রেজাল্ট ২৩ জুন রবিবার রাত ৮টার সময় প্রকাশ করা হয়েছে। মোবাইল এসএমএস ও অনলাইনে বোর্ডের ওয়েবসাইট থেকে ভর্তি রেজাল্ট দেখা যাচ্ছে।

মোবাইল ফোনের মেসেজে একাদশের ভর্তি রেজাল্ট দেখতে, আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখুন। কোন কারণে মেসেজ না পেলে অনলাইনে (https://xiclassadmission.gov.bd) ওয়েবসাইটের নির্দেশনামত আবেদনকারী শিক্ষার্থীরা ভর্তি রেজাল্ট দেখতে পারবেন।

১ম দফার ভর্তি রেজাল্টে যারা কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছেন, তাদেরকে বোর্ড নিশ্চায়ন ফি দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এই নিশ্চায়ন অতি গুরুত্বপূর্ণ। কারণ এটা না করলে কলেজ নির্বাচন বাতিল হয়েছে যাবে। তাই সতর্ক থাকুন।

উল্লেখ্য, প্রথম ধাপে প্রায় সাড়ে ১৩ লাখের কিছু বেশি শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে এই ধাপে কত শিক্ষার্থী কলেজ সিলেকশন পেয়েছেন তা এখনো জানা যায়নি।

১ম ধাপের একাদশের কলেজ নিশ্চায়নের তারিখ

১ম ধাপের নির্বচিত শিক্ষার্থীদের ২৩ জুন তারিখ থেকে ২৯ জুন তারিখ রাত ৮টার মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন ফি ৩৩৫/= (তিন শত পঁয়ত্রিশ) টাকা।

অনলাইনে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বোর্ডের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।

২য় ধাপের একাদশের ভর্তি আবেদন

যারা ১ম ধাপে একাদশের ভর্তি আবেদন করেননি তারা ২য় ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া ১ম ধাপে কলেজ সিলেকশন পেয়েও যারা নিশ্চায়ন করবেন না, তাদেরও ২য় ধাপে আবেদন ফি দিয়ে পুনরায় আবেদন করতে হবে। আবেদন ফি ১৫০/= টাকা।

একাদশের ২য় ধাপের আবেদন শুরু হবে ৩০ জুন থেকে। আবেদন গ্রহণ চলবে ২ জুলাই পর্যন্ত। এই ধাপের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ৪ জুলাই তারিখে।

২য ধাপের আবেদনকারীদের ভর্তি রেজাল্টের সাথে, ১ম ধাপের নির্বাচিতদের মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হবে। সবশেষ ধাপের আবেদন ও ভর্তি রেজাল্টের পর, স্বশরীরে কলেজে গিয়ে ১৫ থেকে ২৫ জুলাই তারিখের মধ্যে ভর্তি হতে হবে।

আরো দেখুন:

একাদশে ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি ২০২৪

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও রেজাল্ট প্রকাশের তারিখ ২০২৪

একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ফি ২০২৪ (সরকারি, এমপিও, নন-এমপিও)

মন্তব্য করুন