২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণীর রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ১২ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফরম ফিলাপ করা যাবে।
১৭১/= টাকা দিয়ে নবম শ্রেণির রেজিস্ট্রেশন eSIF ফরম ফিলাপ করা যাবে। এছাড়া আরো ১৪০/= টাকা ফি দিয়ে বিলম্বে রেজিস্ট্রেশন করা যাবে।
৯ম শ্রেণীর রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ (নবম শ্রেণির রেজিস্ট্রেশন তারিখ ও ফি)
সূচীপত্র...
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন eSIF ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
মাধ্যমিক স্কুলের নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ১২ জুলাই থেকে।
৯ম শ্রেণীর রেজিস্ট্রেশনের eSIF ফরম ফিলাপ ও ফি জমা দেওয়া যাবে ১৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ২৮ মে ২০২৩ খ্রি. তারিখে, নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে।
জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ০৩ (তিন) বছরের মধ্যে দেশের যে কোন শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অবশ্যই নবম শ্রেণিতে ভর্তি হবার সুযোগ পাবে।
নবম শ্রেণিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর সহ সকল তথ্য অনলাইনে আপলোড করতে হবে। অনলাইনে আপলোডকৃত তথ্য না থাকলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন দাবী করা যাবে না।
কোন শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের অধিক হলে নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়স সীমা সর্বোচ্চ ২৩ বছর।
শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করার লক্ষ্যে, স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে।
অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর চুড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের পূর্বে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের দ্বারা বিদ্যালয়ে রক্ষিত ভর্তি ফরম ও সনদের সাথে মিলিয়ে যথাযথভাবে নিশ্চিত করতে হবে।
নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ব্যতীত অন্য কোন শিক্ষার্থীকে কোন অবস্থাতেই রেজিস্ট্রেশনভুক্ত করা যাবে না।
যদি এর ব্যত্যয় ঘটে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরো জানুন:
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ২০২৩ (SSC Result 2023)
মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)
স্কুলের নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ২০২৩
স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের জনপ্রতি রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফি ব্যতিত জনপ্রতি ১৭১/- (একশত একাত্তর) টাকা।
বিলম্ব ফি সহ জনপ্রতি ৩১১/- (তিনশত এগার) টাকা মাত্র। (বিলম্ব ফি জনপ্রতি : ১৪০/- (একশত চল্লিশ) টাকা)।
নবম শ্রেণির রেজিস্ট্রেশন করার নিয়ম
প্রথমে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে OEMS/eSIF বাটনে ক্লিক করে EIIN ও Password দিয়ে লগইন ( Login ) করতে হবে।
ঢাকা বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা: https://www.dhakaeducationboard.gov.bd
Dashboard থেকে eSIF SSC-তে ক্লিক করলে Payable Fees of SSC 2023 Registration- Applicant name, Mobile no. 4 Number of Student sonali seba slip-এ ক্লিক করে সোনালী সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে।
(বি: দ্র:- ফরমটি কোনভাবেই ফটোকপি করে ব্যাংকে জমা দেয়া যাবে না) ব্যাংকে ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন eSIF ফরম ফিলাপ নোটিশ
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন eSIF ফরম ফিলাপ সম্পর্কে কোন তথ্য জানার থাকলে লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
স্কুলের অর্ধ বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ ২০২৩
জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না, বার্ষিক পরীক্ষায় সনদ
দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন ২০২৪: Dakhil e-SIF Registration 2024
তথ্যসূত্র-
ঢাকা শিক্ষা বোর্ড।
৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন করতে কি জেএসসি,র কোনো রোল নং লাগবে কি
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
এখানে দেখাচ্ছে ফর্ম ফিলাপ 171 টাকা বিলম্ব একশ 140 টাকা মোট ৩১১ টাকা আর আমাদের স্কুলে সাড়ে চার হাজার টাকা করে আর দেরি হয়েছে দেখে ৩০০ টাকা বেশি কোন কিছুই মাথায় ধরতেছে না
এখন কি রেজিষ্ট্রেশন করা যাবে
আমি ঢাকা খিলগাও মডেল হাই স্কুল থেকে বলছি৷ কোন এক কারনে আমার রেজিস্টেশন এতো দিন করা হয়নি।এখন কি করা যাবে দয়া করে একটু বলবেন।আর করা না গেলে কি কোনো বিশেষ ব্যাবস্থা আছে রেজিষ্ট্রেশন করার জন্য এখন। একটু জানাবেন দয়া করে।
নবম শ্রেণিতে কী বিভাগ থাকবে না?
বিভাগ থাকবে না।
আচ্ছা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারিনি আমি যদি কমন নবম শ্রেণিতে ভর্তি হই তাহলে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সময় কোন সমস্যা হবে? এক কথায়, নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সময় অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের কি কিছু প্রয়োজন
আমি ও কিছু বুঝতে পারছি না, এত টাকা কেনো নিচ্ছে, দেশে তার জন্যই নবম শ্রেনীতে এসে পরাশুনা ছেড়ে দেয় গরিব লোকেরা,সরকার কি এগুলো দেখে না