স্কুল-কলেজ অ্যাসাইনমেন্ট স্থগিত করেছে শিক্ষা অধিদপ্তর

স্কুল-কলেজ অ্যাসাইনমেন্ট স্থগিত করেছে শিক্ষা অধিদপ্তর। ৬ষ্ঠ-১০ম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

স্কুল-কলেজ অ্যাসাইনমেন্ট স্থগিত: ৬ষ্ঠ-১০ম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট স্থগিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালিত ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশ না দেওয়া স্থগিত করা হয়েছে।

একই সাথে মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রমও স্থগিত ঘোষণা করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, স্কুল-কলেজের চলমান সকল অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

১৬ মার্চ ২০২২ খ্রি. তারিখে অ্যাসাইনমেন্ট স্থগিতের নোটিশ শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তবে কি কারণে স্কুল-কলেজের চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে, সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোন তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান স্কুল-কলেজের সকল অ্যাসাইনমেন্ট পুনরায় শুরু হয়।

আরো জানুন:

এসএসসি পরীক্ষার মানবন্টন, প্রশ্নপত্রের সময় ও নম্বর বিভাজন ২০২২

এইচএসসি পরীক্ষার প্রশ্নের মানবন্টন, নম্বর বিভাজন নির্দেশিকা ২০২২

৬ষ্ঠ-১০ম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি-এইচএসসি অ্যাসাইনমেন্ট স্থগিতের নোটিশ

শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং ৬ষ্ঠ -১০ম শ্রেণির অ্যাসাইনমেন্ট স্থগিতাদেশের নোটিশ প্রকাশ করা হয়েছে।  নিচে মাউশি প্রকাশিত নোটিশ দেখুন।

অ্যাসাইনমেন্ট স্থগিতের মাউশি নোটিশ ২০২২

আরো দেখুন:

শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস নেওয়ার আদেশ জারি

এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের হালনাগাদ তথ্য জানুন

এইচএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠানের সবশেষ আপডেট খবর

এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পরিচালিত অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান আছে। এই প্রতিবেদন আপডেট করা পর্যন্ত অ্যাসাইনমেন্ট স্থগিতের কোন তথ্য পাওয়া যায়নি।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চলমান অ্যাসাইনমেন্ট বিষয়ে হালনাগাদ তথ্য পেতে, আমাদের কাছে লিখে জানাতে পারেন।

আর তথ্যটি সকলকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন।

তথ্যসূত্র:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

সবশেষ আপডেট: ১৭/০৩/ ২০২২ খ্রিস্টাব্দ তারিখ ০৫:৫২ অপরাহ্ন।

মন্তব্য করুন