মাদ্রাসা অনলাইন এমপিও আবেদন: প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

মাদ্রাসা অনলাইন নতুন এমপিও আবেদন, পদোন্নতি, বিএড/কামিল স্কেল, উচ্চতর গ্রেড, বদলি ও বকেয়া প্রাপ্তির প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেখে নিন।

MEMIS মাদ্রাসা অনলাইন এমপিও আবেদন: সংযুক্ত কাগজপত্রের (ডকুমেন্ট) তালিকা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অধিন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও (MPO) পেতে অনলাইনে আবেদন করতে হয়। MEMIS Cell এর দাপ্তরিক ওয়েবসাইটে এই আবেদন সাবমিট করতে হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তি, ইনডেক্সধারী শিক্ষকগণের পদোন্নতি, উচ্চতর গ্রেড, বিএড/কামিল স্কেল সহ সকল এমপিও সংক্রান্ত কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়।

Madrasah Education Management Information System এর হোমপেজে, Online Application (OA) সেকশনে এমপিও কার্যক্রম সম্পাদিত হয়।

যদি অন্য কোন নির্দেশনা না থাকে, তাহলে সাধারণত মাসের সব সময়ই এমপিও আবেদন করা যায়। তবে এক মাস পরপর এমপিও আপডেট প্রকাশ হয়ে থাকে।

মাদ্রাসা সকল ধরণের এমপিও আবেদন করার নিয়ম জানাতে, নিচে সংযুক্ত লেখাটি পড়ুন। সচিত্র প্রতিবেদনটিতে এমপিও আবেদনের সকল প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

MEMIS Madrasah MPO Application | মাদ্রাসা শিক্ষক অনলাইন এমপিও আবেদন

এই প্রতিবেদনে আমরা এমপিও আবেদনের সাথে সংযুক্ত প্রয়োজনীয় (ডকুমেন্ট) কাগজপত্রের সম্পূর্ণ তালিকা তুলে ধরবো।

যাতে করে আগে থেকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যোগাড় করতে পারেন। এতে করে এমপিও আবেদনের সময় অযথা তাড়াহুড়া বা সময় নষ্ট না হয়।

মনে রাখবেন, প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বা ভুল কাগজপত্র সংযুক্ত করার কারণে আপনার আবেদন রিজেক্ট হতে পারে।

আর এই কারণে আপনার এমপিওভুক্তি পিছিয়ে যেতে পারে। তাই আগে থেকে সতর্ক হোন।

মাদ্রাসার নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

২০১৮ খ্রিষ্টাব্দের এমপিও নীতিমালা সংশোধন করে সংশোধিত মাদ্রাসা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২০ প্রকাশ করা হয়েছে।

নীতিমালার ৩১ নম্বর পৃষ্ঠায় পরিশিষ্ট-ঙ অংশে, নতুন এমপিও’র জন্যে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেওয়া হয়েছে।

নতুন এমপিওভুক্ত হয়েছে এমন মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীদের জন্য, নিচের সংযুক্ত ছবিতে উল্লেখিত ডকুমেন্টস প্রয়োজন হবে।

এছাড়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও তালিকার কাগজপত্র সমূহ এমপিও আবেদনের ক্ষেত্রে দরকার হবে।

(এমপিও প্রত্যাশী শিক্ষকগণের সুবিধার জন্য সম্পূর্ণ তালিকাটি যুক্ত করা হলো।)

মাদ্রাসা অনলাইন নতুন এমপিও আবেদন ডকুমেন্টউপরের ছবিতে মোট ২৯ টি ডকুমেন্ট বা প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেখা যাচ্ছে। এর মধ্যে “প্রযোজ্য ক্ষেত্রে” লেখা ডকুমেন্ট কেবল সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য হবে। এছাড়া অন্যসব কাগজপত্র সকলের জন্য প্রয়োজন হবে।

যদি সংশোধিত মাদ্রাসা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২০ থেকে তালিকাটি সরাসরি দেখতে চান, তাহলে নিচের সংযুক্ত লেখাটিতে ক্লিক করুন।

মাদ্রাসা ও কারিগরি এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০ প্রকাশ

বিএড/বিএমএড/কামিল স্কেল প্রাপ্তির অনলাইন এমপিও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

মাদ্রাসার সম্প্রতি সংশোধিত এমপিও নীতিমালায়, এমপিও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাও সংযুক্ত করে দিয়েছেন। যাতে করে শিক্ষক-কর্মচারীগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্পষ্টতায় না ভোগেন। মাদ্রাসার বিএড/বিএমএড/কামিল স্কেল পেতে নিচের ছবিতে উল্লেখিত ডকুমেন্ট প্রয়োজন হবে।

বিএড বিএমএড কামিল স্কেল এমপিও আবেদন ডকুমেন্ট

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের পদোন্নতির অনলাইন এমপিও আবেদন এর ডকুমেন্ট

মাদ্রাসার যারা বিধি মোতাবেক পদোন্নতি পাবেন, তাদের নিচের তালিকার কাগজপত্র এমপিও আবেদনের সাথে যুক্ত করতে হবে।

পদোন্নতি বিষয়ে সাম্প্রতিক সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর সংশ্লিষ্ট ধারাগুলো ভালোভাবে পড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মাদ্রাসা পদোন্নতি অনলাইন এমপিও আবেদন ডকুমেন্টবিঃদ্রঃ- উপরের উল্লেখিত কাগজপত্র ছাড়াও যদি এমপিও আবেদনের সময় বিজ্ঞপ্তি দিয়ে ভিন্ন কোন ডকুমেন্ট চায়, তাহলে তা অবশ্যই দিতে হবে।

এমপিও আবেদন করার সময় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও এমইএমএসআই সেল এর ওয়েবসাইটে নজর রাখবেন। যাতে করে প্রয়োজনীয় সকল তথ্যের আপডেট পেতে পারেন।

আরো পড়ুন: এমপিও শিটে ভুল সংশোধন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর

আশা করি মাদ্রাসা অনলাইন এমপিও আবেদন এর প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা সম্পর্কীত প্রতিবেদনটি আপনাদের সহায়ক হবে।

মাদ্রাসা এমপিও আবেদন সম্পর্কে আরো জানার থাকলে, মন্তব্য ঘরে বিস্তারিত লিখে প্রশ্ন করতে পারেন।

লেখাটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করে সকলকে জানাতে পারেন।

তথ্যসূত্র:

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

“মাদ্রাসা অনলাইন এমপিও আবেদন: প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা”-এ 10-টি মন্তব্য

মন্তব্য করুন