এমবিবিএস মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ [MBBS Admission 2024]

এমবিবিএস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ (MBBS Admission 2024। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি আবেদন শুরু হবে ১১ জানুয়ারি থেকে। ভর্তি পরীক্ষা ৯ ফেব্রয়ারি ২০২৪ খ্রি. তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ [MBBS Admission 2024]

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ১০ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মোঃ মহিউদ্দিন মাতুব্বর, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের তথ্যটি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে (www.dghs.gov.bd) এমবিবিএস ভর্তির ১ম ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তিতে, ভর্তির আবেদনের সময়সূচি, ভর্তির যোগ্যতা ও ভর্তি ফি নির্ধারণ করা হয়।

আরো জানুন:

মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে (এমবিবিএস)

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও পড়ার খরচ (২০ ফেব্রুয়ারি ২০২৩)

মেডিকেল কলেজ এমবিবিএস ১ম বর্ষে ভর্তির যোগ্যতা

এমবিবিএস ১ম বর্ষের ভর্তির যোগ্যতা ও অন্যান্য বিষয় ভর্তি বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২০২২ ও ২০২৩ সালের এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি সমমান পরীক্ষা ও এইচএসসি সমমান পরীক্ষার দুই (২) শিক্ষাবর্ষের মধ্যে উত্তীর্ণ হতে হবে।

এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগ সহ জীববিজ্ঞান, রসায়ণ ও পদার্থ বিজ্ঞান বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে।

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা মোট জিপিএ কমপক্ষে  ৯.০০ হতে হবে।

সকলের জন্য এইচএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৪.০০ জিপিএ থাকতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের বেলায় এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার মোট জিপিএ ৮.০০ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনে যোগ্য বলে বিবেচিত হবে না।

মেডিকেল ভর্তির অনলাইন আবেদন ও পরীক্ষার তারিখ

এমবিবিএস মেডিকেল কলেজ ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকা থেকে।

ভর্তি আবেদন করা যাবে ২৩ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ মঙ্গলবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

অনলাইনে আবেদনের ফি পরিশোধ করা যাবে ২৪ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ বুধবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ হতে ৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ শুক্রবার সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত।

অনলাইনে ভর্তি আবেদন ও রেজাল্ট দেখার ঠিকানা: http://dgme.teletalk.com.bd

মেডিকেল ভর্তি আবেদন ফি: ১০০০/= (এক হাজার) টাকা। টেলিটক প্রিপ্রেইড সিম থেকে নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তিতে নির্দেশীত পন্থায় পরিশোধ করতে হবে।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন

মেডিকেল কলেজে ১ম বর্ষ কোর্সের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়।

মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বরের (মোট ১০০) প্রশ্ন থাকবে।

লিখিত পরীক্ষায় ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম প্রাপ্তরা অকৃতকার্য বলে গন্য করা হবে।

পূর্ববর্তী বছরের এইচএসসি সমমান উত্তীর্ণদের ৫ নম্বর কাটা হবে। আর পূর্ববর্তী বছরে মেডিকেল কলেজে বা ডেন্টালে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১০ নম্বর বাদ দিয়ে মেধাতালিকা প্রকাশ করা হবে।

নিচের থেকে মেডিকেল ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে জানুন।

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস

২০২৪ সালে অনুষ্ঠিতব্য মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে অনুষ্ঠিত হবে। কারণ গত বছরই মেডিকেল ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। তাই এবারও ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে গ্রহণ করা হবে।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস মেডিকেল ভর্তি সম্পর্কে আরো তথ্য জানতে, প্রতিবেদনে যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ২০২৪

বিডিএস ১ম বর্ষ ভর্তি ২০২৪: ডেন্টাল ভর্তি পরীক্ষা তথ্য

বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি (শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪)

তথ্যসূত্র:

স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট

সবশেষ আপডেট: ১০/০১/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ০৮:৩০ অপরাহ্ণ।

“এমবিবিএস মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ [MBBS Admission 2024]”-এ 18-টি মন্তব্য

  1. আমার বাসা রাজশাহীতে, আমি আর্থিক সমস্যার কারনে ১১-১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারি নি,আমি রাজশাহীতে পরীক্ষা দিতে চাই,এই দিকে শুনছি রাজশাহীতে সিট পুরন হয়ে গেছে,এখন আমার কি করা উচিত,ঢাকা গিয়ে পরীক্ষা দেওয়ার মতো সামর্থ নাই

    জবাব
    • রাজশাহীতে পরীক্ষা দেওয়ার সিট পূরণ হয়ে থাকলে নিকটবর্তী ভিন্ন কোন কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। তার আগে নিশ্চিত হয়ে নিন রাজশাহী কেন্দ্রে সিট আসলেই পূরণ হয়েছে কীনা। ধন্যবাদ।

  2. আমি ২০২৩ সালে এইস এস সি পরিক্ষা দিচ্ছি না।আমি ২০২৪ সালে এইস এস সি পরিক্ষা দিব তাহলে কি আমি মেডিকেল এ পরিক্ষা দিতে পারব ২৪ ব্যাচ এর সাথে??এতে কি আমার কোব নাম্বার কাটা হবে???

    জবাব
  3. আমার ২৩ সালে পরিক্ষা দেওয়ার কথা কিন্তু কিছু সমস্যার কারণে আমি দিতে পারতেছি না। তাই আমি ২৪ সালে পরিক্ষা দিব এমন হলে কি আমার নাম্বার কাটবে

    জবাব
    • মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তিতে, এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার বছর নির্ধারণ করে দেয়। নিয়মিত শিক্ষার্থীরা কেবল ভর্তি আবেদনের সুযোগ পায়।

মন্তব্য করুন